আওয়ার ইসলাম: চট্টগ্রামে প্রবাসীকে গলাকেটে হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত প্রবাসী নেসার আহমেদ হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার (৮ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিচারক ফারজানা আকতার এ রায় ঘোষণা করেন। মৃতুদণ্ডপ্রাপ্ত ৮ আসামিদের মধ্যে শাহীন নামে একজন কারাগারে রয়েছেন। আর বাকি সাত আসামি পলাতক।
পলাতক আসামিরা তারা হলেন- বাবুল, নুরুল ইসলাম, জোবায়ের, দিদার, আবু বক্কর, জংশু ও ইসমাইল। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
২০০৩ সালের জানুয়ারি মাসে ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে ৫ হাজার টাকার জন্য প্রবাসী নেছার আহমেদ তোতাকে গলাকেটে হত্যা করে আসামিরা। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে হত্যার ১৮ বছর পর অবশেষে আজ রায় ঘোষণা করলো আদালত।
-এটি