আওয়ার ইসলাম: দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। ঝালকাঠির রাজাপুরে নির্মিতব্য মডেল মসজিদে ফাটল দেখা দিয়েছে।
গতকাল বুধবার বিকেলে মডেল মসজিদটির দেয়ালে ফাটল দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
জানা গেছে, ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদটি নির্মাণের দায়িত্ব নিয়েছে খান বিল্ডার্স নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৮ সালের শেষের দিকে কাজ শুরু হয়, মাসখানেকের মধ্যেই সম্পূর্ণ শেষ হওয়ার কথা। কিন্তু এরই মধ্যে মসজিদের দেয়ালে ফাটল দেখা দেয়।
স্থানীয়দের ভাষ্যমতে, মসজিদের পেছনের অংশে ঠিকভাবে পাইলিং করা হয়নি। তাতে করে দেয়াল দেবে যাওয়ায় ওপরের অংশে ফাটল দেখা দিয়েছে।
১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা মসজিদে এভাবে ফাটল দেখা দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিও। এ ব্যাপারে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
মসজিদটির সাইট ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন জানান, আমি সপ্তাহখানের আগে এখানে যোগদান করেছি। তাই এ ব্যাপারে গণপূর্তের ইঞ্জিনিয়ারই ভালো বলতে পারবেন।
-এএ