বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: বিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, প্রতিটি মামলা দক্ষতা আর পেশাদারিত্বের সাথে মনোযোগ দিয়ে তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এসব যারা করবে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। আর যারা মামলা তদন্তে অমনোযোগী, অদক্ষতা, অপেশাদার সুলভ আচরণ, পক্ষপাতিত্বসহ কোন পুলিশ সদস্য কোনভাবে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত বিএমপির মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সাথে মানবিক আচরণের পাশাপাশি ক্রিমিনালদের সাথে আইনের ভাষায় অত্যন্ত কঠোর হতে হবে এবিষয়ে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা যাবে না।

‘উঠতি যুবক তথা কিশোর অপরাধ বন্ধে, অপরাধের সংস্পর্শে আসতে পারে এমন ঝুঁকিপূর্ণ কিশোরদের তালিকা তৈরি করে মানবাধিকার সমুন্নত রেখে তাদের মা-বাবার সহ সামাজিক নেতৃত্বদানকারী নাগরিকদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। যাতে অপরাধ দানা বাঁধার আগেই তা দ্রুততম সময়ে দমন করতে হবে।’

কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতায় বিভিন্ন পদমর্যাদার ১৮ জন অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ