বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


দায়ীদের মাতৃভাষার পাশাপাশি আরবি-ইংরেজিতেও দক্ষতা অর্জন করতে হবে: আল্লামা সুলতান যওক নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে মা'হাদ আন-নিবরাসে উপমহাদেশের প্রখ্যাত আরবী সাহিত্যিক শাইখুল হাদিস-আল্লামা মুহাম্মদ সুলতান যাওক নদভী বলেন, যারা দ্বীনের দাওয়াতের কাজ করেন তাদের নিজের ভাষার পাশাপাশি আরবি-ইংরেজি ভাষায়ও দক্ষতা অর্জন করতে হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার শহরে ‘আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী জেনারেল লাইব্রেরি’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কক্সবাজার জেলায় একখণ্ড দারুল মা'আরিফ খ্যাত মা'হাদ আন-নিবরাস পরিদর্শনে আসলে হুজুরের সম্মানে নিবরাস মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভা পরবর্তী গ্রন্থাগারটির উদ্বোধন করেন তিনি।

আল্লামা যাওক নদভী বলেন, যুগ চাহিদার প্রেক্ষিতে মাদরাসা শিক্ষার্থীদের দ্বীনিয়াতের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার বিকল্প নেই। যারা দা'য়ী ইলাল্লাহ হবেন তাদের স্বজাতীয় ভাষার পাশাপাশি আরবি-ইংরেজি ভাষায় সমান দক্ষতা অর্জন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ, মাসিক-পাক্ষিক সাহিত্য-সাংস্কৃতিক সেমিনার আয়োজন, পত্রিকা-দেয়ালিকায় লেখালেখির বিষয়ে সবিশেষ গুরুত্বারোপ করেন।

মা'হাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে সভায় জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আল্লামা সুলতান যওক নদভী শুধু ক্বওমী অঙ্গনের মুরুব্বী নন, তিনি বাংলাদেশে ইসলামী শিক্ষাসংস্কার আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট আরবি সাহিত্যিক, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতিও।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ