বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


সৈয়দপুর পৌরসভা নির্বাচন, বিএনপির পর জাপা প্রার্থীর ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম ভোট বর্জন করেছেন।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন এবং পুনরায় নির্বাচন আয়োজনের দাবি করেন।

সিদ্দিকুল আলমের অভিযোগ, এখানে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এলেও তাদের ভোট দিতে দিচ্ছে না। জাতীয় পার্টি সরকারের একটি অংশ। অথচ লাঙলের এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এর আগে বিএনপির প্রার্থীরা একাধিক স্থানে ভোট বর্জন করেছে বলে জানা গেছে।

তিনি বলেন, পুলিশ সদস্য লাঙলের সমর্থকদের হুমকি দিয়ে বের দেয়। এ অবস্থায় আমার ভোট বর্জন করা ছাড়া কোনও উপায় নেই। তারা আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিচ্ছে। সংবাদ সম্মেলনে সৈয়দপুর জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ