বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে ট্রলার ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ৩ দিনব্যাপী চরমোনাইর ঐতিহাসিক মাহফিলের মোনাজাত শেষে ফেরার পথে ট্রলার দিয়ে পারাপার করছিলেন আগত মুসল্লিরা। এসময় একটি ট্রলারে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ বোঝাই হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চরমোনাইতে এ বছর আগের তুলনায় মানুষ অনেক বেশি হয়েছে। ফলে সবদিকেই মানুষের চাপ ছিলো। আর এ চাপের কারণেই অনেক মানুষ ডুবে যাওয়া ট্রলারে উঠে পড়েন। এপরই ঘটে এ ট্রলার ডুবির ঘটনা। তবে কেউ আহত বা নিহত হয়নি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি (বুধবার) শুরু হয়েছিলো চরমোনাইয়ের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছিলো এ মাহফিলে। আত্মার খোরাক লাভের পাশাপাশি এখান থেকে মানুষ লাভ করেছিলো আখেরাতের পুঁজি। মাহফিলে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলাহী বয়ান করেছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর