আওয়ার ইসলাম: ইরানকে দায়সারা আচরণ না করার জন্য সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিরিয়ার হামলার মাধ্যমে ইরানকে বার্তা দেয়া হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার টেক্সাস ভ্রমণের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানান তিনি।
তুষার ঝড়ে বিপর্যস্ত টেক্সাসের ভঙ্গুর পরিস্থিতে কাটিয়ে উঠার ব্যাপারে আলোচনা করতে শুক্রবার অঙ্গরাজ্যটি পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।
সেখানে তিনি অঙ্গরাজ্যটির গভর্নর ও মেয়রের সঙ্গে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনাসহ খাবার বিতরণ কেন্দ্র ও করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে ফ্লোরিডায় রক্ষণশীলদের সম্মেলনে দেয়া এক ভাষণে বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ক্ষমতা নেয়ার ৩০ দিন পার হতেই মধ্য প্রাচ্যে বোমা হামলার তীব্র নিন্দা জানান তিনি।
-এটি