আওয়ার ইসলাম: ইরাকের দক্ষিণাঞ্চলে নাসিরিয়া শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১শ' ৭৫ জনের বেশি।
নিহতদের মধ্যে বেশিরভাগেরই শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বিক্ষোভে পুলিশের ছোড়া টিয়ারগ্যাস ও গুলিতে আহত হয় অন্তত ১শ' ২০ জন।
এছাড়া নিরাপত্তা বাহিনীর অন্তত ৫৭ সদস্যও আহত হয়েছেন। রবিবার নাসিরিয়ায় প্রাদেশিক সরকারের ভবনে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা।
এ সময় তারা সরকারি ভবনে ককটেল ও পাথর নিক্ষেপ করেন। শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ছোড়ে। এতে এক সপ্তাহ ধরে চলা সহিংসতা ভয়াবহ রূপ নেয়।
-এটি