বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


পিলখানা ট্র্যাজেডি স্মরণে বিজিবির দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সদস্যদের ১২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশের সীমান্তরক্ষী বাহিনীতে পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনা যেন আর না ঘটে, এ নিয়ে সরকার ও বিজিবি সতর্ক আছে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দীন। শুক্রবার দুপুরে পিলখানায় বিজিবির কেন্দ্রীয় মসজিদে পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের স্মরণে মিলাদ মাহফিল শেষে এ-কথা জানান তিনি।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা বিজিবির কেন্দ্রীয় মসজিদসহ ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম বলেন, বিজিবি অতীতের যেকোনো সময়ের চেয়ে সুসংহত আছে এখন। বাহিনীর সদস্যদের বেতন-ভাতাসহ সুবিধা বাড়ানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর