বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

৭ দিন পরই শুরু হতে যাচ্ছে দারুল উলুম দেওবন্দের চার জামাতের সবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

দারুল উলুম দেওবন্দে বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে গত ১১ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাব্যবস্থা আবারও শুরু হতে চলেছে। ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষ।

গতকাল রোববার মাদরাসার শিক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, লকডাউনে শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হয়েছিল কিন্তু এখন সরকার কর্তৃক জারি করা এক নতুন নির্দেশনার আলোকে শিক্ষা কার্যক্রম আবার শুরু করা হবে। শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু করা হবে, তবে হেফজ ও নাজেরা বিভাগ আগেই থেকেই খোলা রয়েছে।

১৪৪০-৪১ তম শিক্ষাবর্ষের ১ম থেকে ৪র্থ বর্ষের সকল শিক্ষার্থীদের ২৩ ফেব্রুয়ারি দারুল আওয়ামে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ৫ম বর্ষ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল শিক্ষার্থীদের যথারীতি নতুন শিক্ষাবর্ষের শুরুতে অর্থাৎ শাওয়াল মাসে নিজেদের অভিভাবকদের অনুমতিক্রমে দারুল উলুমে উপস্থিত হতে হবে।

একই সাথে বলা হয়েছে যে আগত শিক্ষার্থীদের কোভিড -১৯ সংক্রান্ত সরকার ও স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারি করা নির্দেশাবলী অনুসরণ করতে হবে এবং আগত সকল শিক্ষার্থীদের মাস্ক পড়ে ভ্রমণ করতে হবে।

শিক্ষা কমিটির সভায় দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, মুহতামিম মুফতী আবুল কাসিম নোমানী, নাহেবে মুহতামিম কারী সৈয়দ উসমান সাহেব মনসুর পুরী, মাওলানা আল্লামা কামারউদ্দিন সাহেব, মাওলানা নেয়ামাতুল্লাহ সাহেব আজমি প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামিক মিডিয়া দেওবন্দ থেকে কাজি আব্দুল্লাহর অনুবাদ

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ