আওয়ার ইসলাম: সিরিয়ায় ইসরায়েল ‘রেডলাইন’ অতিক্রম করলে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি গতকাল রোববার এ হুমকি দেন।
সিরিয়ায় ইরানি সেনাদের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর বিপুল সংখ্যক যোদ্ধা মোতায়েন রয়েছে। দামেস্কের এই দুই মিত্রের সামরিক অবস্থানে মাঝে মাঝে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
এ বিষয়ে দেশটিকে সতর্ক করে আলী আসগার খাজি বলেন, ইরানের রেডলাইন অতিক্রম করলে তেল আবিবকে সমুচিত জবাব দেয়া হবে। তেহরারের জবাবে তাদেরকে অনুতপ্ত হতে হবে।
রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসাদ সরকারের আহ্বানে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান। এখন পর্যন্ত সেনা প্রত্যাহারের কোনো আবেদন করেনি দামেস্ক।
আসাদ সরকার না বলা পর্যন্ত সিরিয়ায় ইরানি সামরিক উপস্থিতি বজায় থাকার কথা জানান আলী আসগার খাজি। তিনি বলেন, দামেস্কের অনুমতি ছাড়া সিরিয়ায় দখলদারিত্ব করা দেশগুলোর সেনা প্রত্যাহার করতে হবে।
প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘জরুরি বার্তা’ সংবলিত বিশেষ চিঠি পাঠান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খোমেনি। গত মঙ্গলবার সেটি রুশ স্পিকারের সঙ্গে বৈঠক করে হস্তান্তর করেন মস্কো সফররত ইরানি স্পিকার।
ওই চিঠির বিষয়বস্তু নিয়ে স্পিকারের আরেক বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরার অপেক্ষায় ইরান বসে থাকবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, সেক্ষেত্রে ওয়াশিংটনকে পাশ কাটিয়ে বিকল্প পথে হাঁটবে তেহরান। মস্কোর সঙ্গে কৌশলগত সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নেয়ার বার্তাও রয়েছে চিঠিতে।
-এটি