আওয়ার ইসলাম: ভারত কখনো বাংলাদেশের ওপর দাদাগিরি করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন- ডিকাব আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ কোন দেশের সঙ্গে কী সম্পর্ক রাখছে, তা ভারতের চিন্তার বিষয় নয়। বরং নয়াদিল্লির একমাত্র চাওয়া হলো- ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা। এই সম্পর্কে উঠা-নামা থাকতে পারে। কিন্তু তা অতীতের যে কোনো সময়ের চেয়ে গভীরতম ও বিস্তৃত। ভারত কখনো বাংলাদেশের ওপর দাদাগিরি করে না।
তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই চুক্তি না হওয়াটা দুঃখজনক ব্যাপার। এটি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মূলত তাদের কারণেই চুক্তি করা সম্ভব হচ্ছে না। সীমান্ত হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বিএসএফের দ্বারা সব হত্যা ঘটে না। কাজেই এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।
বাংলাদেশিদের ভিসা দেয়ার ব্যাপারে ভারত সবসময় উদার থাকে দাবি করে তিনি বলেন, কোভিডের কারণে পর্যটকদের ভিসা দেয়া বন্ধ রয়েছে। তারপরও গতকাল রোববার এক হাজার ৬০০ ভিসা দেয়া হয়েছে।
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত সরকার নীতিগতভাবে একমত জানিয়ে এই কূটনীতিক বলেন, এক্ষেত্রে বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা ঠিক করার দায়িত্ব ঢাকার।
-এটি