আওয়ার ইসলাম: সামরিক বাহিনীর গ্রেফতারি অভিযানের মধ্যেই মিয়ানমারে চলছে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ। গতকাল রোববার দেশটির বিভিন্ন শহরের সড়কে হাজার হাজার লোক রাস্তায় নেমে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। ইয়াঙ্গুনে সাদা পোশাক পরে বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়কে মিছিল বের করে।
এসময় তারা সামরিক শাসন প্রত্যাহার এবং অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিযুক্ত প্ল্যাকার্ড বহন করে। বাস ও অন্য বাহনের চালকরা ধীরগতিতে তাদের বাহন চালান এবং হর্ন বাজিয়ে বিক্ষোভের সাথে তাদের সংগতি জানান।রাজধানী নেপিডোতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবে সড়কে মোটরসাইকেল ও গাড়ির একটি বহর বের করা হয়।
দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর দাওয়েইতে কড়া রোদে মিছিল করা বিক্ষোভকারীদের উৎসাহ দেয়ার জন্য স্থানীয় বাদকদল ড্রাম বাজিয়ে শোনায়। মিয়ানমার নাও ওয়েবসাইটের তথ্যানুসারে, অন্তত ছয় পুলিশ সদস্য বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করেছে।
অন্যদিকে দেশটির কেন্দ্রীয় মিনগিয়ান শহরে বিপুল বিক্ষোভকারী রাস্তায় মিছিল বের করে। এসময় তারা অং সান সু চির মুক্তি দাবি এবং রাষ্ট্রীয় এমআরটিভি ও এমডব্লিউডি টেলিভিশনের ‘প্রোপাগান্ডা’ প্রত্যাখ্যানের প্ল্যাকার্ড বহন করে। উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে ইরাবতি নদী তীরে ওয়াইমাও শহরে জাতীয় পতাকা বহন করে ও বিপ্লবী গান গেয়ে প্রতিবাদে অংশ নেন বিক্ষোভকারীরা।
-কেএল