আওয়ার ইসলাম: ইয়েমেনে মারাত্মক অপুষ্টিতে ভুগছে পাঁচ বছরের নিচে দুই মিলিয়নের বেশি শিশু। যার মধ্যে চলতি বছর অনাহরে ৪ লাখ শিশুর মৃত্যু হতে পারে। শুক্রবার জাতিসঙ্ঘের চারটি সংস্থার যৌথ বিবৃতিতে এই এই আশঙ্কার কথা জানানো হয়। জাতিসঙ্ঘ বলছে, ইয়েমেনে গৃহযুদ্ধ ও করোনাভাইরাসের কারণে ভয়ঙ্কর খাদ্যাভাব দেখা দিয়েছে। অবস্থার পরিবর্তন না হলে মৃত্যুর হার আরো বেড়ে যেতে পারে।
জাতিসঙ্ঘের বিবৃতিতে বলা হয়, এই সঙ্কটপূর্ণ মুহুর্তে বিভিন্ন সংস্থা থেকে দেশটিতে যেই সাহায্যসামগ্রী আসছে, তা খাদ্যের সঙ্কট নিরসনে যথেষ্ট নয়। সঙ্কট নিরসনে প্রয়োজন ৩.৪ মিলিয়ন ডলার। যেখানে এসেছে মাত্র ১.৯ মিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, এর আগে জাতিসঙ্ঘ ইয়েমেনকে সবচেয়ে দুর্যোগপূর্ণ দেশ আখ্যা দিয়েছে। যুদ্ধের কারণে দেশটির প্রায় ৮০ ভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে গৃহযুদ্ধ ২০১৪ সালের ওই সময়ে শুরু হয় ,যখন হাউচি সম্প্রদায় ইয়েমেনের রাজধানী সানা শহরকে দখলের ঘোষণা দিয়েছিল। সূত্র : জিও নিউজ
-কেএল