আওয়ার ইসলাম: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের ‘ইসলাম কাল্লা’ স্থলবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ড ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে গতকাল শনিবার দুপুরের আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি।
পার্সটুডে জানায়, ইরান সীমান্তের কাছে অবস্থিত বন্দরটিতে পার্ক করা একটি গ্যাস ট্যাংকারে প্রথম বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে গেলে তা ইরানের কাছ থেকে নেওয়া বেশ কয়েক শ জ্বালানি ট্যাংকারে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হেরাতের বণিক সমিতির চেয়ারম্যান ইউনুস কাজিজাদে জানান, পার্কিং করা প্রায় ৫০০ তেল ট্যাংকার আগুনে ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের ৪-৫ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্প্রতি জারি করা দেশটির পরিবহন নীতিমালাকে দায়ী করে তিনি বলেন, নতুন এই নিয়মের কারণে এসব লরি ও ট্যাংকার দুই সপ্তাহ পর্যন্ত পার্কিং করে রাখতে বাধ্য করা হয়েছে।
এদিকে, আফগান অর্থ মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ইরানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হেরাত প্রদেশের গভর্নর ওয়াহিদ কাতালি জানান, ইরান থেকে আমদানি করা জ্বালানি বহরের এই অগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে তেহরানের সাহায্য চাওয়া হলে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশটি।
এটি নিছক দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে আফগান কর্র্তপক্ষ। এ ঘটনার পর থেকে হেরাত দিয়ে ইরানের বিদ্যুত আমদানি বন্ধ রয়েছে।
-এটি