বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

বর্তমান নির্বাচন কমিশনের পদে থাকার নৈতিক অধিকার নেই: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিলম্বে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তদন্তের জোর দাবী জনিয়েছে খেলাফত মজলিস।

আজ রোববার খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের অনুগত ব্যর্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অসদাচরণের যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তারপর এ পদে বহাল থাকার তাদের কোন নৈতিক অধিকার নেই। সাংবিধানিক পদে থেকে গুরুতর অনৈতিক ও অর্থসংশ্লিষ্ট অসদাচরণ অভিশংসনযোগ্য অপরাধ।

এ কমিশনের বিরুদ্ধে অনেকগুলো গুরুতর অভিযোগ উত্থাপিত হলেও তা তদন্তে কোন অগ্রগতি নেই। অভিযোগগুলোর যথার্থ বিশ্বাসযোগ্যতা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবি. বিশিষ্ট আইজীবি ও বিশিষ্ট নাগরিকরা তথ্য-উপাত্তসহ ব্যবস্থা গ্রহণের আবেদন করলেও তার কোন প্রক্রিয়া পরিলক্ষিত হচ্ছে না।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান নির্বাচন কমিশন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আগের রাতে ভোট চুরির নির্বাচনের মাধ্যমে ইতহাসের নজিরবিহীন ঘটনা ঘটিয়ে জনগনের ভোটের অধিকার ভূলুন্ঠিত করেছে। ঐ রকম একটি নির্বাচনের পর ন্যূনতম সম্মানবোধ থাকলে সিইসিসহ নির্বাচন কমিশনের আরো আগে পদত্যাগ করা উচিত ছিলো।

দেশের রাজনৈতিক দলগুলোও বারবার বর্তমান সরকারের আজ্ঞাবহ সিইসি নূরুল হুদাসহ কমিশনারদের পদত্যাগ দাবী করে আসছিলো। অথচ সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনের পক্ষে সাফাই গাইছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির বিচার না হলে দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। তাই বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে নয়তো সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের অভিশংসন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ