কাউসার লাবীব।।
শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ধর্মপুর ফটিকছড়ি চট্টগ্রামের দীর্ঘ চার যুগের মোহতামীম আল্লামা আবু বকর ধর্মপুরী হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ধর্মপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আইয়ুব বিন কাসিম ধর্মপুরী তার অসুস্থতার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আল্লামা আবু বকর হাফিজাহুল্লাহ বেশ কয়েকবছর ধরেই বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছেন। তবে গত ১৫ দিন ধরে তিনি অসুস্থতা বেড়ে যায়। আজ তার অবস্থা আরো খারাপের দিকে পৌঁছলে ‘সিএসসিআর’ নামক একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এছাড়া তিনি হযরতের শুভাকাঙ্ক্ষিদের হাসপাতালে ভিড় না করারও আহ্বান জানান।
প্রসঙ্গত, আল্লামা আবু বকর ধর্মপুরী হাফিজাহুল্লাহ দীর্ঘ ৪৮ বছর ধরে চট্টগ্রামের ফটিকছড়ি থানার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ধর্মপুর মাদরাসায় দীনের খেদমত করে যাচ্ছেন।
এছাড়া তিনি হাটহাজারী মাদরাসার সিনিয়র মোহাদ্দিস মুফতি নুর আহমদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহপাঠী।