ইয়াহইয়া বিন আবু বকর।।
যুদ্ধকবলিত আফগানিস্তানে এক জরিপে দেখা গেছে, দেশটির ৫২ শতাংশ তালেবান সেনাদের নিয়ন্ত্রণে৷ আর সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ৪৬ শতাংশ৷ এবং দেশটির ৫৯ শতাংশ জনগন তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে বাস করে৷
আজ (রবিবার ১৪ ফেব্রুয়ারি) আফগান আফগান বার্তা সংস্থা, পাজোক এসব তথ্য জানিয়েছে৷ ২০২০ সালের ৩০ শে নভেম্বর থেকে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী পর্যন্ত এই জরিপটি চালানো হয়েছিলো৷
জরিপে প্রকাশ পেয়েছে যে তালেবানদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলির পরিমাণ ৩৩৭ হাজার বর্গকিলোমিটার, আর সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চল ২৯৭ হাজার বর্গকিলোমিটার। সংস্থাটি আরো জানায় , ১৮,০০০ হাজার বর্গকিলোমিটার উভয় পক্ষের নিয়ন্ত্রণাধীনের বাইরে রয়েছে৷
তবে তালেবান সেনাদের দাবী, দেশটির ৭০শতাংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে৷ তবে আরবি বিবিসি নিউজেরও তথ্যানুসারে দেশটির ৭০% তালেবান সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে৷ সূত্র: আলখলিজ এবং আরবী বিবিসি নিউজ৷
-এটি