মোস্তফা ওয়াদুদ: যাতায়াতের প্রয়োজনে আমাদের অনেক সময়ই রাস্তা পারাপার হতে হয়। ওভারটেকিং করতে হয় রাস্তার এপাশ থেকে ওপাশে।
আজ আমরা জেনে নিবো। রাস্তার মাঝে কোন ধরনের চিহ্ন থাকলে পারাপার হওয়া যাবে। আর কোন ধরনের চিহ্ন থাকলে পারাপার হওয়া যাবে না। সে বিষয়ে বিস্তারিত।
নিচে দেওয়া চিত্রে আলোকে সহজেই আমরা এ বিষয়টি জানতে পারি।
১। চিত্র(১), যদি বিভাজিত, মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন।
২। চিত্র(২), যদি দাগ এক টানা হয়ে থাকে তাহলে বুঝবেন ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।
৩। চিত্র(৩), যদি দাগ ডাবল ভাবে দেওয়া থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।