বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

এই কমিশন দ্বারা ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দুর্নীতিমুক্ত নির্বাচন সম্ভব নয়: ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, অপদার্থ ও অবিশ্বস্থ বেহুদা কমিশন পরিচালিত জঘন্য কারচুপির মাধ্যমে আধুনিক পন্থায় ভোটাধিকার হরণের ইলেক্ট্রিক ভোটচুরির মেশিন হল ইভিএম।

আজ শনিবার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকীব এডভোকেটের সভাপতিত্বে, মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করীমের স্বাগত বক্তব্যে ও যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস আতহারীর পরিচালনায় পল্টনে অনুষ্ঠিত ঐক্যজোটের জাতীয় নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, মাষ্টার শাহ আলম, অধ্যাপক মাওলানা ইলিয়াস মাহমুদ, সিদ্দিকুর রহমান বি.কম ও পীরজাদা সাইয়েদ মোহাম্মদ আহসান।

তারা বলেন, ইভিএম ব্যবহারকারী এই বেহুদা কমিশন দিনের ভোট আগের রাতে করে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে। বিগত কয়েকটি নির্বাচনে এটা সুস্পস্টভাবে প্রমানিত, এই মহাদূর্নীতিবাজ নির্বাচন কমিশন দ্বারা ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দূর্নীতিমূক্ত নির্বাচন মোটেই সম্ভব নয়।

নেতৃবৃন্দ বলেন, সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের চক্রান্ত চলছে। আবহমানকাল থেকে চলে আসা মানবচরিত্রের উন্নয়নসাধনকারী ওয়াজের মাহফিলগুলোকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে। ৯৫ শতাংশ মুসলমানদের দেশে মসজিদ ভাঙ্গা হচ্ছে, মসজিদ-মাদ্রাসায় হামলা-ভাঙ্গচুর ও আলেমদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল দ্রব্যমূল্যের ব্যাপক উন্নয়ন চলছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমাদেরকে জনগণের ধর্ম, অধিকার ও দেশের স্বার্বভৌমত্ব রক্ষার জন্য বৃহত্তর ঐক্যের মাধ্যমে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন ঐক্যজোটের সহকারি মহাসচিব মাওলানা আবুল কাশেম ও মাওলানা শায়খ মোহাম্মদ ইসমাঈল, সাংগঠনিক সচিব মাওলানা আ.ন.ম রহিমুল্লাহসহ মাওলানা আনোয়ার হোসাইন আনসারী, সুলতানুল ইসলাম, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা কামরুজ্জামান রুকন, মাওলানা বরকতুল্লাহ, মাওলানা ফয়েজ উল্লাহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ