শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

চাঁদ দেখা যায়নি: ‌১৪‌ ‌ফেব্রুয়ারি‌ ‌রবিবার‌ ‌থেকে‌ ‌‌রজব‌ ‌মাস‌ ‌গণনা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী রজব মাসের চাঁদ দেখা যায়নি বাংলাদেশের কোথাও। ‌১৪‌ ‌ফেব্রুয়ারি‌ ‌রবিবার‌ ‌থেকে‌ ‌‌রজব‌ ‌মাস‌ ‌গণনা শুরু হবে। আগামী ১১ মার্চ (২৬ রজব) বৃহস্পতিবার রাতে পবিত্র লাইলাতুল মেরাজ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে‌ ‌সভাপতিত্ব‌ ‌করেন‌ ‌ধর্ম‌ ‌বিষয়ক‌ ‌মন্ত্রণালয়ের‌ ‌অতিরিক্ত‌ ‌সচিব‌ ‌মো.‌ ‌আলতাফ‌ ‌হোসেন‌ ‌চৌধুরী।‌ ‌সভায়‌ ‌তথ্য‌ ‌মন্ত্রণালয়ের‌ ‌অতিরিক্ত‌ ‌সচিব‌ ‌মো.‌ ‌মিজান-উল-আলম‌,‌ ‌ওয়াকফ‌ ‌প্রশাসক‌ ‌আব্দুল্লাহ‌ ‌সাজ্জাদ,‌ ‌ইসলামিক‌ ‌ফাউন্ডেশনের‌ ‌মহাপরিচালক‌ ‌ফারুক‌ ‌আহম্মেদ‌ ‌(অতিরিক্ত‌ ‌দায়িত্ব),‌ ‌‌মন্ত্রি‌ ‌পরিষদ‌ ‌বিভাগের‌ ‌উপ-সচিব‌ ‌মো.‌ ‌শাফায়াত‌ ‌মাহবুব‌ ‌চৌধুরী,‌ ‌ধর্ম‌ ‌বিষয়ক‌ ‌মন্ত্রণালয়ের‌ ‌উপ-সচিব‌ ‌মো.‌ ‌মাহবুব‌ ‌আলম,‌ ‌অতিরিক্ত‌ ‌প্রধান‌ ‌তথ্য‌ ‌কর্মকর্তা‌ ‌মো.‌ ‌শাহেনুর‌ ‌মিয়া,‌ ‌‌বাংলাদেশ‌ ‌টেলিভিশনের‌ ‌উপ-পরিচালক‌ ‌মো. ‌আবদুর‌ ‌রহমান,‌ ‌বাংলাদেশ‌ ‌মহাকাশ‌ ‌গবেষণা‌ ‌ও‌ ‌দূর‌ ‌অনুধাবন‌ ‌প্রতিষ্ঠানের‌ ‌পিএসও‌ ‌আবু‌ ‌মোহাম্মদ‌,‌ মাদরাসা-ই-আলিয়ার‌ ‌অধ্যক্ষ‌ ‌মো.‌ ‌আলমগীর‌ ‌রহমান,‌ ‌বায়তুল‌ ‌মুকাররম‌ ‌জাতীয়‌ ‌মসজিদের‌ ‌সিনিয়র‌ ‌পেশ‌ ‌ইমাম‌ ‌হাফেজ‌ ‌মাওলানা‌ ‌মুহাম্মদ‌ ‌মিজানুর‌ ‌রহমান‌,‌ ‌লালবাগ‌ ‌শাহী‌ ‌জামে‌ ‌মসজিদের‌ ‌খতিব‌ ‌মুফতি‌ ‌মুহাম্মদ‌ ‌নেয়ামতুল্লাহ‌ ‌ও‌ ‌চকবাজার‌ ‌শাহী‌ ‌জামে‌ ‌মসজিদ‌ ‌এর‌ ‌খতিব‌ ‌মুফতি‌ ‌শেখ‌ ‌নাঈম‌ ‌রেজওয়ান‌ ‌প্রমুখ‌ ‌উপস্থিত‌ ‌ছিলেন।‌ ‌ ‌

সভায়‌ ‌১৪৪২‌ ‌হিজরি‌ ‌সালের‌ ‌পবিত্র‌ ‌রজব‌ ‌মাসের‌ ‌চাঁদ‌ ‌দেখা‌ ‌সম্পর্কে‌ ‌সকল‌ ‌জেলা‌ ‌প্রশাসন‌,‌ ‌‌ইসলামিক‌ ‌ফাউন্ডেশন-এর‌ ‌প্রধান‌ ‌কার্যালয়‌,‌ ‌‌বিভাগীয়‌ ‌ও‌ ‌জেলা‌ ‌ কার্যালয়সমূহ‌,‌ ‌‌বাংলাদেশ‌ ‌আবহাওয়া‌ ‌অধিদপ্তর‌ ‌এবং‌ ‌মহাকাশ‌ ‌গবেষণা‌ ‌ও‌ ‌দূর‌ ‌অনুধাবন‌ ‌প্রতিষ্ঠান‌ ‌হতে‌ ‌প্রাপ্ত‌ ‌তথ্য‌ ‌নিয়ে‌ ‌পর্যালোচনা‌ ‌করে‌ ‌দেখা‌ ‌যায়‌ ‌যে‌,‌ ‌‌আজ‌ ‌২৯‌ ‌জমাদিউস‌ ‌সানি‌ ‌১৪৪২‌ ‌হিজরি‌,‌ ‌‌২৯‌ ‌‌মাঘ‌ ‌১৪২৭‌ ‌বঙ্গাব্দ‌,‌ ‌১২‌ ‌ফেব্রুয়ারি‌ ‌২০২১‌ ‌খ্রিস্টাব্দ‌ ‌শুক্রবার‌ ‌সন্ধ্যায়‌ ‌বাংলাদেশের‌ ‌আকাশে‌ ‌পবিত্র‌ ‌রজব‌ ‌মাসের‌ ‌চাঁদ‌ ‌দেখা‌ ‌যাওয়ার‌ ‌সংবাদ‌ ‌পাওয়া‌ ‌যায়নি।‌

‌এমতাবস্থায়,‌ ‌আগামীকাল‌ ‌‌৩০‌ ‌‌মাঘ‌ ‌১৪২৭‌ ‌বঙ্গাব্দ‌,‌ ‌১৩‌ ‌ফেব্রুয়ারি‌ ‌২০২১‌ ‌খ্রিস্টাব্দ‌ ‌শনিবার‌ ‌১৪৪২‌ ‌হিজরি‌ ‌সালের‌ ‌পবিত্র‌ ‌জমাদিউস‌ ‌সানি‌ ‌মাস‌ ‌‌৩০‌ ‌দিন‌ ‌পূর্ণ‌ ‌হবে‌ ‌এবং‌ ‌আগামী‌ ‌১‌ ‌ফাল্গুন‌ ‌১৪২৭‌ ‌বঙ্গাব্দ‌,‌ ‌১৪‌ ‌ফেব্রুয়ারি‌ ‌২০২১‌ ‌খ্রিস্টাব্দ‌ ‌রবিবার‌ ‌থেকে‌ ‌১৪৪২‌ ‌হিজরী‌ ‌সালের‌ ‌পবিত্র‌ ‌রজব‌ ‌মাস‌ ‌গণনা‌ ‌শুরু‌ ‌হবে‌। প্রেক্ষিতে,‌ ‌আগামী‌ ‌২৬‌ ‌রজব‌ ‌১৪৪২‌ ‌হিজরী,‌ ‌২৬‌ ‌ফাল্গুন‌ ‌১৪২৭‌ ‌বঙ্গাব্দ,‌ ‌১১‌ ‌মার্চ‌ ‌বৃহস্পতিবার‌ ‌দিবাগত‌ ‌রাতে‌ ‌পবিত্র‌ ‌শবে‌ ‌মিরাজ‌ ‌পালিত‌ ‌হবে।‌ ‌

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ