আওয়ার ইসলাম: রাজধানীর মুক্তাঙ্গণের অস্থায়ী মসজিদ গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পিতবার পুরানা পল্টন মুক্তাঙ্গনের পার্কের ভেতরে থাকা মুক্তাঙ্গন অস্থায়ী মসজিদটি গুঁড়িয়ে দেয় ডিএসসিসি।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মসজিদ ভেঙ্গে ফেলার কারণে খোলা স্থানে নামাজ আদায় করছেন ওই এলাকার লোকজন।
মসজিদের ইমাম আফসার উদ্দিন জানান, পার্কের মধ্যে এই মসজিদটি ১৯৯৮ সালে স্থাপন করা হয়। এই এলাকার মানুষ মসজিদে নামাজ আদায় করতেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ জানান, ডিএসসিসি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি ধানমন্ডি লেকের ভেতরে থাকা ‘আর রহমান’ জামে মসজিদ ভেঙে দিয়েছিল ডিএসসিসি কর্তৃপক্ষ। এছাড়াও রাজধানীর আজিমপুর চৌরাস্তায় ৫০ বছরেরর পুরনো একটি মসজিদ ভেঙে দেয়া হয়।
-এএ