কাজি আব্দুল্লাহ।।
চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশন করায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীন সরকার। বেইজিংয়ের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে লন্ডন।
এক টুইট বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়ার মতো চীনের এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এসময় চীন সরকারকে বিবিসির সম্প্রচার পুনরায় চালুর বিষয়ে ভেবে দেখার আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি মাসে উইঘুর মুসলিমদের উপর অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। সেখানে বলা হয় যে, চীন সরকারের জুলুম অত্যাচার থেকে বাঁচার লক্ষ্যে চিনের জিনজিয়াংয়ের প্রায় ২৫ লাখ উইঘুর মুসলিম অধিবাসী পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। নানা অজুহাতে উইঘুর মুসলিম নেতৃস্থানীয়দের জেল-জুলুম এমনকি মৃত্যুদণ্ড দিচ্ছে সরকার। ৯০ লাখ মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের প্রায় ১০ লাখ উইঘুর নারী-পুরুষ বন্দি রয়েছে সুরক্ষিত বন্দি শিবিরে।
চীন সরকার এ বন্দি শিবিরকে ‘চরিত্র সংশোধনাগার’ নাম দিয়েছে। চীন সরকারের দাবি, উশৃংঙ্খল অবস্থা থেকে নিরাপদ ও সুরক্ষা দিতেই তাদের এ কার্যক্রম। চরিত্র সংশোধনাগারের নামে চীন সরকার এ সব মুসলিমদের প্রতি চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে বিবিসির প্রতিবেদনে তা উঠে এসেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের বর্বরতা সীমা ছাড়িয়ে গেছে। মুসলিমদের বন্দি করা এখনো থামেনি।
-এটি