শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আল্লামা কাসেমীর স্মৃতিধন্য একটি মগ বিক্রি হলো ২৬ হাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাদিকুর রহমান সাদী

‘শিক্ষাগুরুর মর্যাদা’ বাংলা ভাষাভাষীদের নিকট অতিপ্রিয় এক কবিতা। এর মাধ্যমে কবি কাজী কাদের নেওয়াজ আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন। কবিতায় শিক্ষকের প্রতি একজন ছাত্রের ভক্তি ও শ্রদ্ধার কথা ফুটিয়ে তোলা হয়েছে। যে শ্রদ্ধাবোধ আজকাল আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্ত। তবে এখনো দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধের বাস্তব চর্চা লক্ষ্য করা যায়, যা সত্যিই প্রশংসনীয়।

গতকাল বৃহস্পতিবার (১১ ই ফেব্রুয়ারি) ঢাকার বারিধারা মাদরাসায় সম্মানবোধের এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করা গেছে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা নুর হুসাইন কাসেমী রহ. এর শেষ জীবনে ব্যবহৃত পানি পানের একটি সাধারণ কাচের মগ ২৬ হাজার টাকায় কিনে নিয়েছে কামরুজ্জামান নামের দাওরা হাদিসে অধ্যয়নরত তার এক ছাত্র।

মগটির বাজারমূল্য ২০০ টাকা। কিন্তু সাধারণ মগটি এতো টাকা দিয়ে কেনার কারণ জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘আল্লামা নুর হুসাইন কাসেমী রহ. এর ভালোবাসায় বারিধারায় এসেছিলাম। ইচ্ছে ছিলো হুজুরের হাত থেকেই দস্তারে ফজিলত (গ্রাজুয়েশন সম্মাননা) গ্রহণ করবো। কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। এর আগেই হুজুর আমাদের এতিম করে চলে গেলেন। হুজুরের প্রতি অব্যক্ত আবেগ-ভালোবাসা আর স্মৃতিকে ধারণ করতেই আমি এটি কিনেছি। আল্লামা কাসেমীর রহ. স্মৃতিধন্য এই মগ দেখে তাকে স্মরণের চেষ্টা করবো।’

অনুভূতি ব্যক্ত করার সময় প্রিয় শিক্ষকের প্রতি কামরুজ্জামানের অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠছিলো তার চেহারায়। আনন্দাশ্রু ছিল তার চোখে।

শিক্ষাবর্ষের শেষদিকে ক্লাসের সম্মিলিত মালিকানার নানা জিনিসপত্র নিলামে বিক্রির বিশেষ সংস্কৃতি চালু আছে কওমি মাদরাসা সমূহে। সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে বারিধারা মাদরাসার দাওরায়ে হাদিসের ক্লাসে চলতি শিক্ষাবর্ষের নিলাম অনুষ্ঠিত হয়। রাত ১০ টা থেকে শুরু হয়ে নিলাম চলে রাত প্রায় ২ টা পর্যন্ত। নিলামে উল্লিখিত মগ ছাড়াও আল্লামা কাসেমী রহ. ও অন্যান্য শিক্ষকদের স্মৃতিধন্য আরো একাধিক বস্তু বিক্রি হয়। অন্য একটি মগ আরেকজন ছাত্র ৬ হাজারে কিনে নিয়েছেন বলে জানা গেছে।

পাশাপাশি আল্লামা কাসেমীর ব্যবহৃত কোলবালিশ, কাপ আর (জুস তৈরীর) ব্ল্যান্ডারও উচ্চ মূল্য ক্রয় করেন ছাত্ররা। উস্তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ছাত্রদের এই ভালোবাসা সত্যিই বিষ্ময়কর!

ওআই/মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ