আওয়ার ইসলাম: সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পরপরই মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মঙ্গলবার রাজধানী নেপিদোতে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ চার জনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
এসব ঘটনার জেরেই বুধবার অভ্যুত্থানে জড়িত সামরিক জেনারেল এবং তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসাথে তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমার সেনাবাহিনীর ১ বিলিয়ন ডলারের তহবিলে যেন সামরিক বাহিনী হাত না দিতে পারে তা নিশ্চিত করতে চাই। আমরা মিয়ানমারের ওপর কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করবো। বিক্ষোভকারীদের ওপর সেদেশের সেনাবাহিনীর দমননীতির কারণে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
এসময় অং সান সু চিসহ বন্দি নেতাদের মুক্তির জোর দাবি জানান জো বাইডেন। এদিকে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পরপরই অং সান সু চির এক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। সু চির দল এনএলডির এক সদস্য এ কথা জানিয়েছেন। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তাকে আটক করার কথাও জানান তিনি।
ইয়াঙ্গুনে ষষ্ঠ দিনের মত বিক্ষোভ করছেন অভ্যুত্থানবিরোধীরা। এর আগে বুধবার বিক্ষোভে যোগ দেয় প্রায় ৪০ পুলিশ সদস্য। পয়লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। সেসময় আটক করা হয় দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্টসহ অন্য নেতাদের। এরপর থেকেই দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে।
এসময় অং সান সু চিসহ বন্দি নেতাদের মুক্তির জোর দাবি জানিয়েছেন বাইডেন। এক ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। সেসময় আটক করা হয় দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্টসহ অন্য নেতাদের।
এমন এক সময়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যখন নেপিডোতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুরুতর আহত এক নারীর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের খবরেও আন্তর্জাতিক মহল গভীর উদ্বিগ্ন। মেয়া থিউ থিউ খাইং নামের ওই নারী মঙ্গলবার নেপিদোতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় মাথায় গুলিবিদ্ধ হন। বিক্ষোভকারীদের সরাতে সেদিন পুলিশ জলকামান ব্যবহার করেছিল; ছুড়েছিল রাবার বুলেট ও তাজা গুলি।
বড় জমায়েতে নিষেধাজ্ঞা এবং রাত্রিকালীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির অনেক শহরে বুধবার পর্যন্ত টানা ৫দিন অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ হয়েছে।বিক্ষোভ দমাতে পুলিশের বলপ্রয়োগের ফলে বেশ কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন মিয়ানমারের সামরিক বাহিনীকে ক্ষমতা ছাড়ার পাশাপাশি আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বার্মার মানুষ তাদের কথা শোনাতে পেরেছে, বিশ্ব দেখছে, প্রয়োজন হলে মিয়ানমারের ওপর আরো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেছেন বাইডেন। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ হয়ে আসছে।
-এটি