কাজী আব্দুল্লাহ
আফগানিস্তানের কাবুলে একাধিক বোমা হামলায় স্থানীয় পুলিশ সুপার সহ ২ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
আফগান সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি জানায় যে,কাবুলে গতকাল বুধবার একাধিক বোমা হামলা হয়।এতে স্থানীয় এক পুলিশ সুপার নিহত হয়েছেন। নিহত হয়েছে আরো ২ বেসামরিক নাগরিক।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে, পুলিশ প্রধান যেই বোমায় বিস্ফোরিত হয়ে মারা গেছেন তা একটি সাঁজোয়া যানের পিছনে লুকানো ছিলো। কিছু বুঝে উঠার আগেই বোমাটির বিস্ফোরণ সব তছনছ হয়ে যায়।
বিবৃতিতে আরো বলা হয়, কাবুলে বোমা বিস্ফোরণের আগে শহরে একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।এতে আরো ৪ জন আহত হয়েছে বলে জানা যায়।
কর্মকর্তারা আরো জানান, তৃতীয় বিস্ফোরণ কাবুলের উপকণ্ঠে পঘমান জেলায় একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে করা হয়। তবে কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে পারেনি যে এই বোমাগুলো যানবাহনের সাথে সংযুক্ত তথাকথিত "স্টিকি বোমা" নাকি রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। যদিও আফগানিস্তান ও মার্কিন কর্মকর্তারা এই হামলার দায় তাল্লেবানদের উপর চাপিয়ে দিয়েছে, কিন্তু এই তালেবান অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: আল জাজিরা
-এটি