শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দীনের উপর হামলা: জমিয়তের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও লালবাগ মাদরাসার শুরা সদস্য মুফতি জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ছুরিরাঘাতকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় তিনি জেরুসালেমের বায়তুল মুকাদ্দাস মসজিদে মুসলমানদের উপর বর্বর হামলা ও মসজিদে তাণ্ডবলীলারও তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে গত সোমবার জেরুসালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস মসজিদে ইসরায়েলি পুলিশি সহযোগীতায় মুসলমানদের উপর বর্বর হামলা করে ইহুদি বসতি স্থাপনকারীরা। গণমাধ্যমে এ সংবাদ উঠে এসেছে। এ ঘটনায় সমালোচনা ঝড় বয়ে গেছে বিশ্বব্যাপী।

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান খানের পরিচালনায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ড. মহিউদ্দিন ইকরাম আরো বলেন, মুসলমানদের নিকট মক্কা-মদিনার পর পবিত্রতম স্থান হচ্ছে বায়তুল মুকাদ্দাস। বায়তুল মুকাদ্দাসে মুসলমানদের উপর হামলা হচ্ছে এটা বিশ্ব মুসলিম বরদাশত করতে পারে না। মুসলমানদের ঈমানী দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদীদের জুলুমের বিরুদ্ধে জেগে উঠা ও সোচ্চার হওয়া।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি আবু সাঈদ, জমিয়ত নেতা হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, মুফতি উবায়দুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি সুহাইল আহমদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ