আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, লালবাগ জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য হজরত মাওলানা জসিম উদ্দীনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লালবাগ জামেয়ার ছাত্র শিক্ষকরা।
আজ ১০ ফেব্রুয়ারি (বুধবার) বাদ যোহর লালবাগ মাদরাসার সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দিয়েছেন লালবাগের মুহাদ্দিস মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি।
এদিকে আজ বাদ আসর হেফাজত ইসলাম ঢাকা মহানগরের পক্ষ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিমউদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিষয়টি হেফাজত ইসলাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক ফেসবুক লাইভে এসে নিশ্চিত করেছেন।
ফেসবুক লাইভে তিনি বলেন, মাওলানা জসিমউদ্দিনের উপর হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আলেম-ওলামা এবং দেশপ্রেমী জনতার জীবনের নিরাপত্তার প্রশ্ন। বিষয়টিকে কোনভাবেই গুরুত্বহীন করার এবং এই হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়ার অবকাশ নেই।
তিনি হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ও ধর্মপ্রিয় তৌহিদী জনতাকে বিক্ষোভে অংশ নেয়ার জন্য আহ্বান করেছেন। এছাড়াও মাওলানা জসিমউদ্দিনের সুস্থতা কমনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
এমডব্লিউ/