শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

হত্যার জন্যই মাওলানা জসিমউদ্দীনের উপর হামলা: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হত্যার জন্যই মাওলানা জসিমউদ্দীনের উপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

আজ (১০ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর বাইতুল মুকাররম উত্তর গেটে মাওলানা জসিম উদ্দীনের উপর নৃশংস হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা ফজলুল করীম কাসেমীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে মহানগর সেক্রেটারী মাওলানা মামুনুল হক বলেন, মাওলানা জসিম উদ্দিনের উপর হামলা কোন নিছক হামলা ছিল না, বরং তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার করতে হবে।

তিনি বলেন, হামলাকারীর সাথে মাওলানা জসিম উদ্দিনের ব্যক্তিগত কোন রেশারেশি নেই। কাজেই বোঝা যায়, এটি এক গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র সাধারণ কোন বিষয় নয় বরং হেফাজতের অগ্রযাত্রাকে দমিয়ে দেয়ার জন্যই এক কুচক্রিমহল ধারাবাহিক ষড়যন্ত্র করে যাচ্ছে।

মাওলানা মামুনুল হক বলেন, মাওলানা জসিমের হামলার ভিডিও ফুটেজ রয়েছে, ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে, এখনও হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। প্রশাসন মামলা নিতে টালবাহানা করছে, তারা একজন আলেমের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই হামলার জন্য সরকার কোন ভাবেই দায় এড়াতে পারে না।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা শফিক উদ্দিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মজিবুর রহমান হামিদী, সহ-সাধারণ সস্পাদক মাওলানা জাবের কাসেমী, মাওলানা আজিজুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার
সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা এহসানুল হক, সহ-অর্থ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা নূরুল আমীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফজলুর রহমান, সহ-সমাজ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ হাবীবী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ