শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মাওলানা জসিম উদ্দিনের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: আমীরে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, ঢাকা লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, প্রকাশ্যে একজন বয়োবৃদ্ধ মুহাদ্দিসকে ছুরিকাঘাতে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক। এ সন্ত্রাসী হামলা কখনো মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে এই হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আল্লামা বাবুনগরী আরো বলেন, দেশের একজন সাধারণ নাগরিকেরও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। সর্বজন শ্রদ্ধেয় একজন বয়োবৃদ্ধ আলেমকে এভাবে ছুরি মেরে আহত করে সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে সন্ত্রাসীরা। তাই এই মুহুর্তে সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলো,এই সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে খোঁজে বের করে বিচারের মুখোমুখি করা।

মাওলানা জসিম উদ্দিনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার জন্য সন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই হামলা করেছে বলে আমি মনে করি। এভাবে ওলামায়ে কেরামের উপর হামলা হলে দেশের শান্তিশৃঙ্খলা চরমভাবে প্রশ্নবিদ্ধ হবে। তাই হামলার ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভির ফুটেজ দেখে অতি দ্রুত সময়ের মধ্যে দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ