মোস্তফা ওয়াদুদ : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি, লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী জসীমউদ্দীনকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর সহ-সভাপতি মাওলানা ফজলুল করীম কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর সহ-সভাপতি মাওলানা শফিক উদ্দিন, ইসলামী ঐক্যজোট এর ভাইস চেয়ারম্যান ও হেফাজত ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা যোবায়ের আহমদ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহানগর সহ-সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, মহানগর সহ-সেক্রেটারী মাওলানা জাবের কাসেমী, মহানগর প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা সুলতান মহিউদ্দিন প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, লালবাগের সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন এর উপর হামলা মানে এদেশের আলেম সমাজের উপর হামলা। যে কোনো মূল্যে হামলাকারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। সাথে সাথে হামলায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান হেফাজত নেতৃবৃন্দ।
এমডব্লিউ/