মোস্তফা ওয়াদুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাওলানা জসিমউদদীন এর উপর হামলা হয়েছে। তার পূত্র মাওলানা আশরাফ মাহদি ফেসবুক স্টাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তার উপর এ অজ্ঞাত হামলা হয়। এ সময় তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। মারাত্মকভাবে আহত হোন তিনি। বর্তমানে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে।
কে বা কারা তার উপর এ হামলা করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তার উপর এ হামলা করেছে অজ্ঞাত বাহিনী।
হামলার পর হাসপাতালে নেওয়ার সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দীনের পেছনে থেকে অনবরত রক্ত ঝড়ছে। রক্তে লাল হয়ে গিয়েছে তার শরীরের পেছনের অংশ। এরপর একটি সিএনজি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
মাওলানা জসিমউদ্দীন মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জামাতা ও লালবাগ মাদরাসার শূরা সদস্য।
এমডব্লিউ/