কাউসার লাবীব।।
সাব-এডিটর
মুসলিম-বিদ্বেষী অ্যাকটিভিস্ট পামেলা গেলারের একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে তার এ একাউন্ট বরখাস্ত মুসলিম-বিদ্বেষমূলক বক্তৃতার জন্য ছিল না বলে জানা গেছে।
স্লিপিং জায়ান্ট এক টুইট বার্তায় জানায়, ‘পামেলা গেলারকে টুইটার থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এটি তাঁর মুসলিম-বিদ্বেষমূলক বক্তৃতার জন্য ছিল না।’
প্রসঙ্গত, নিউ ইয়র্কের বাসিন্দা পামেলা গেলার আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম উজ্জীবিত ‘মুসলিম বিরোধী’ কর্মী। তাকে বলা হয় ‘মুসলিম বিরোধী আন্দোলনের সর্বাধিক সক্রিয়কর্মী।’ সে তার ব্লগ ‘অ্যাটলাস শ্রাগস’ ব্যবহার করে নিরলসভাবে মুসলিমদের বিরুদ্ধে লিখে যাচ্ছে।
১৯৫৪ সালে জন্ম নেয়া এ ‘মুসলিম বিরোধী’ অ্যাকটিভিস্ট ৩০ অক্টোবর ২০১৭ সালে ট্রাম্পের শাসনামলে বলেছিল, ‘মুসলিম অভিবাসন সরাসরি ইসলামী সন্ত্রাসের সাথে জড়িত। যদি মুসলিম অভিবাসন না থাকে তবে আপনার ইসলামিক সন্ত্রাস হবে না। যত বেশি মুসলিম অভিবাসন, আপনার তত বেশি ইসলামিক সন্ত্রাস এবং মুসলিম অঞ্চলগুলি তত বেশি।’
এছাড়াও সে ১৩ এপ্রিল ২০১০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মন্ধে বলেছিল, ‘ওবামা থার্ড ওয়ার্ল্ডের মানুষ এবং কাপুরুষ। তিনি তার মুসলিম প্রভূদের তুষ্ট করতে আমাদের বন্ধুদের মারধর করা ছাড়া আর কিছুই করবেন না।’