আওয়ার ইসলাম: নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারির প্রতিক্রিয়ায় নিউজিল্যান্ড মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মিয়ানমারের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিউজিল্যান্ড সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এক ঘোষণায় এ তথ্য জানান।
মিয়ানমারের সামরিক সরকার সুবিধা পেতে পারে, এমন কোনো সহায়তা কর্মসূচিও সেখানে বাস্তবায়ন করবে না নিউজিল্যান্ড বলেও ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমরা কঠোর বার্তা দিতে চাই। আমরা বলতে চাই, এখানে, নিউজিল্যান্ডে বসে যা যা করা সম্ভব, তার সবই আমরা করব। এর মধ্যে একটি হচ্ছে এখন থেকে উচ্চ পর্যায়ের সব আলোচনা আমরা স্থগিত করব। এমন কোনো সাহায্য আমরা মিয়ানমারে দেব না, যেটা সামরিক সরকারকে সুবিধা দেবে।
উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারকে ৩ কোটি ডলার সহায়তা দিয়েছে নিউজিল্যান্ড।
-কেএল