ইয়াহইয়া বিন অবু বকর নদভী।।
মরোক্কোয়ান ‘তনজা’ শহরের সামুদ্রিক বন্দরে মালিকানাধীন একটি বাড়ির ভূগর্ভস্থ টেক্সটাইল কর্মশালায় বন্যার পানি ঢুকে কমপক্ষে ২৪ জন মারা গেছে বলে সরকারী সংবাদ সংস্থা জানিয়েছে। এছাড়া ও দেশটির বিভিন্ন অঞ্চলজুড়ে শত শত পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে৷
গতকাল (৮ ফেব্রুয়ারি)স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা জানায়, উদ্ধারকর্মীরা ২০ থেকে ৪০ বছরের মাঝামাঝি অন্তত ১৭জন মহিলা ও ৮জন পুরুষের লাশ উদ্ধার করেছে৷ এবং গুরুতর ১০জন আহতকে হসপিটলে নেওয়া হয়েছে৷
তথ্যানুসারে মরক্কোর এ টেক্সটাইল কর্মশালা উৎপাদন ও দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে৷ দেশের প্রায় এক পঞ্চমাংশ টেক্সটাইল ও চামড়া এই কারখানা থেকেই উৎপাদিত হয়৷
সূত্রটি আরো জানায়, দীর্ঘ খরার পরে সাম্প্রতিক সপ্তাহগুলিতে মুষলধারে বৃষ্টি হয়ে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে। যার ফলে অনেক অঞ্চল পানিতে ভাসছে, এবং চলাচল ও যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে৷
চলতি বছরের জানুয়ারীর শুরুর দিক দেশটির অর্থনৈতিক রাজধানী "দারুল বাইযা"য় ঝড় বৃষ্টির কারণে বেশ কয়েকটি জরাজীর্ণ ভবন ভেঙে পড়েছিল এতেকরে কমপক্ষে চার জন নিহত হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
এছাড়াও ২০১৯ সালের সেপ্টেম্বরে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা রাশিদিয়ার শুকনো নদীর মাঝ দিয়ে চলন্ত যাত্রীবাহি বাস হঠাৎ বন্যার কবলে পড়লে বাসের ২৪ জন যাত্রী নিহত হয়েছিলো। সূত্র: আলবালাদ নিউজ
-এটি