শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

বিজেপি ও আরএসএসকে নয়, আমরা কেবল আল্লাহকে ভয় পাই: আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি প্রধান বিরোধীদল কংগ্রেস সম্পর্কে বলেছেন, কংগ্রেস দল বিজেপি ও আরএসএসকে ভয় পায়।

গত রোববার বিজেপিশাসিত গুজরাটের আহমেদাবাদে এক নির্বাচনী সমাবেশ বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন

ওয়াইসি বলেন, মজলিশের (মিম) একেক জন সদস্য কেবলমাত্র আল্লাহ্‌কে ভয় পায়। কোনও মানুষকে তারা ভয় পায় না। তা সে যেই হোক না কেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক না কেন। প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা সম্মান করি।

কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদিকে আমরা কখনও ভয় পাই না এবং পাবোও না ইনশাআল্লাহু‌তায়ালা। কেউ যদি বলে মাথানত করো। তা হতে পারে না। যদি কারও কাছে মাথানত করতে হয় তিনি হলেন জমিন ও আসমানের মালিক। মানুষের সামনে মাথানত নয়।

আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের আগে প্রথম জনসভায় বক্তব্য দিতে আসা ওয়াইসি বলেন, সংবিধান নিয়ে মজলিশ হিন্দুত্ববাদের মুখোমুখি হবে। সংবিধান দিয়ে আমরা হিন্দুত্ববাদকে চ্যালেঞ্জ জানাব। জনগণ কংগ্রেসকে ৭০ বছর ধরে ভোট দিয়েছে কিন্তু তারা (কংগ্রেস) তাদের পক্ষে কিছুই করেনি। এখন যেহেতু আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা আমাদের বিজেপির বি-টিম বলছেন।

আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের জন্য ‘মিম’ ৬টি ওয়ার্ডে ২১ জন প্রার্থী দিয়েছে। রোববার মোটর বাইক মিছিলের পরে ওয়াইসি আহমেদাবাদ রিভারফ্রন্টে একটি জনসভায় বক্তব্য রাখেন। ওয়াইসি বলেন, আমরা এখানে নির্বাচন জয়ের জন্য নয়, মানুষের হৃদয় জয় করতে এসেছি। যদি ‘মিম’ প্রার্থীরা জয়ী হন, তাহলে আমরা আপনাদের ঘর তৈরি করে দেবো এবং এলাকায় উন্নয়নমূলক কাজ করব। যদি এটি না ঘটে তবে আমি নিজে এখানে এসে আহমেদাবাদের রাস্তায় সত্যগ্রহ করব। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ