শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

বরিশালের ইউপি নির্বাচনে ৭৭ ইউনিয়নে প্রার্থী ঘোষণা করলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী বরিশালের ৭৮ ইউনিয়নের মধ্যে ৭৭টি ইউনিয়নের (নদীভাঙ্গনের কারনে এলাকা বিচ্ছিন্ন হওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ব্যতীত) চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

গতকাল (৮ ফেব্রুয়ারি) সোমবার নগরীর এম.সি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার আয়োজিত এক মতবিনিময় সভায় এ তালিকা ঘোষণা করেন তিনি।

চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণাকালে চরমোনাই পীর বলেন, দেশের রাজনীতি ভয়াবহ আকার ধারণ করেছে। চলমান সরকার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে কোন রাষ্ট্রেই স্বৈরাচারিতা চিরস্থায়ী হয়নি, বাংলাদেশেও হবেনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী-সমর্থকেরা দেশের সাধারণ জনগণকে ইসলামের সঠিক দাওয়াত দিয়ে হাতপাখার পক্ষে গণজোয়ার তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, সহ সভাপতি আব্দুল মালেক কাফরা, জয়েন্ট সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল জেলাধীন সকল থানা-উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয় প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীবৃন্দ। চুড়ান্ত প্রার্থী ঘোষনা শেষে পীর সাহেব চরমোনাই প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদেরকে হাতপাখা মনোগ্রাম খচিত ব্যাজ পড়িয়ে দেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ