আওয়ার ইসলাম: সার্বভৌমত্বের দাবি নিয়েই এবার নিজস্ব ‘পোস্টাল কোড’ ব্যবহার করবে ফিলিস্তিন। রোববার যোগাযোগ মন্ত্রী ইসহাক সিদর এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী এপ্রিল থেকে কার্যকর হবে সিদ্ধান্ত। এর মাধ্যমে, সুনির্দিষ্ট ভৌগলিক অঞ্চলটি সম্পর্কে অবগত হবে বহির্বিশ্ব। এছাড়া, চিঠি বা পার্সেল আলাদা করা সহজ হবে, বাড়বে কৌশলগত সহায়তা।
দখলকৃত অঞ্চলটি থেকে এতদিন চিঠি, মালপত্র এবং পণ্য আমদানি-রফতানির জন্য ইসরায়েল ও জর্ডানের শুল্ক বিভাগ পার করতে হতো। শুধু ২০২০ সালেই ৭ হাজারের বেশি চিঠি-মালপত্রের প্যাকেট খুলে সেসব জব্দ করেছে ইসরায়েল। আলাদা কোড না থাকায় ২০১৮ সাল থেকে ৬ টনের মতো প্যাকেট জর্ডানে আটকা রয়েছে। মূলত: ইসরায়েলি আগ্রাসন ঠেকাতেই ফিলিস্তিনের এ উদ্যোগ।
-এটি