আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার এক যুক্ত বিবৃতিতে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের নির্যাতনের সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃদ্বয় চীন সরকার উইঘুর বন্দিশিবিরে মুসলিম নারীদের নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিবৃতে নেতৃদ্বয় আরো বলেন, শিনজিয়াংয়ের বন্দিশিবিরে অমানবিক যৌন হয়রানির শিকার হচ্ছে মুসলিম নারীরা। যা কোনভাবেই বরদাশত করার মত নয়। বন্দিশিবিরে উইঘুর মুসলিম নারীদের নানা নির্যাতনের বিষয়ে বিবিসিও রিপোর্ট প্রকাশ করেছে। বন্দিশিবিরের কোন সাংবাদিককে যেতে না দেয়া এবং সেখানে কোনো অপরাধ হচ্ছে না তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে যেতে দেয়া হোক। তাহলেই তো বিষয়টি সবার কাছে পরিস্কার হয়ে যাবে। কিন্তু চীন সরকার সেটা করতে দিচ্ছে না।
তারা বলেন, এ ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেইজিংয়ে আয়োজিত ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমস বর্জনের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। অবিলম্বে চীনের বিভিন্ন বন্দি শিবিরে মুসলিম নির্যাতন বন্ধ করতে প্রয়োজনে বিশ্বমুসলিমকে প্রতিবাদ ও প্রতিরোধের ঘোষণা দিতে হবে।
-এটি