শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আঘাত খুব বেশি গভীর, বাবার জন্য দোয়া চাইলেন আশরাফ মাহদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাওলানা জসিমউদদীন এর উপর হামলায় খুব বেশি আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন পূত্র মাওলানা আশরাফ মাহদি। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তার উপর এ অজ্ঞাত হামলা হয়। এ সময় তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। মারাত্মকভাবে আহত হোন তিনি। বর্তমানে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পূত্র মাওলানা আশরাফ মাহদি ফেসবুক স্ট্যাটাসে বলেন, আব্বুর পিঠ থেকে এখনো রক্ত যাচ্ছে। ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। রক্ত দেওয়া হচ্ছে। আঘাত খুব বেশি গভীর৷ মেরুদন্ডের বাম দিকে প্রায় আধ হাত। কিডনিতে টার্গেট করেছিল মনে হচ্ছে। ঘন্টা খানেক পেরিয়ে যাওয়ার পরও রক্ত এখনো বন্ধ হয়নি। যারাই ক্ষতস্থানটি দেখছে বলছে, ধারালো অস্ত্র ব্যবহার করে পেশাদার কেউ এ কাজ করেছে। আব্বুর জন্য সবার কাছে একটু খাসভাবে দোয়া চাই।

হামলার পর হাসপাতালে নেওয়ার সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দীনের পেছনে থেকে অনবরত রক্ত ঝড়ছে। রক্তে লাল হয়ে গিয়েছে তার শরীরের পেছনের অংশ। এরপর একটি সিএনজি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

মাওলানা জসিমউদ্দীন মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জামাতা ও লালবাগ মাদরাসার শূরা সদস্য।

এদিকে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ আলাদা আলাদা বিবৃতিতে এ ঘটনার তীব্র জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, ঢাকা খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসার মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, আমি ফোনে কথা বলে খবর নিয়েছি। ছুরিকাঘাতে আহত মাওলানা জসিমউদদীনের বর্তমান অবস্থা খুবই গুরুতর এবং আশংকাজনক। সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাওলানা জসিমউদদীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহবান করছি।

হেফাজত মহাসচিব আরো বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওলামায়ে কেরামের উপর হামলা করে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে। ওলামায়ে কেরামের উপর হামলার ঘটনা দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা কখনো বরদাশত করবে না।

হুশিয়ারী উচ্চারণ করে হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, ওলামায়ে কেরামের উপর হামলার পরিণতি শুভ হবে না। মাওলানা জসিমউদদীনের সু-চিকিৎসা নিশ্চিত করে অনতিবিলম্বে হামলাকারীদের খোঁজে বের বিচারের আওতায় আনতে হবে। এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সরকার, প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ