আওয়ার ইসলাম: স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা রোববার সন্ধ্যায় দখলকৃত পশ্চিম তীরের শহর সালফিটের পশ্চিমে কাফর আদ-ডিক শহরে ফিলিস্তিনি বাসিন্দাদের প্রায় ৩০টি জলপাই গাছ উপড়ে ফেলেছে।
ডব্লুএএফএকের সূত্রমতে ১৯৯৯ সালে কাফর আদ-ডিক ও ব্রুকিন শহরে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে নির্মিত ব্রুচিনের ইসরায়েলি বসতি সংলগ্ন একটি এলাকায় ৩০ টি জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে।
এদিকে এই হামলার প্রতিবাদস্বরূপ সালফিটের গভর্নর, আবদুল্লাহ কামেল ফিলিস্তিনি বাসিন্দাদের এবং সালফিটে তাদের সম্পত্তির বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের দ্বারা অব্যাহত “সংগঠিত সন্ত্রাসবাদের” নিন্দা জানান। বাসিন্দাদেরকে বসতি স্থাপনকারীদের মোকাবেলা করার এবং তাদের ভূমিতে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেও অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় ৩০ টি জলপাই গাছের চারা উপড়ে ফেলে এবং চাষের সরঞ্জাম চুরি করার পাশাপাশি সালফিটের কাছে ব্রুকিন গ্রামে কাঁটাতারের বেড়া সরিয়ে ফেলে। সূত্র: ওয়াফা এজেন্সি
-এটি