আওয়ার ইসলাম: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী রোববার বলেছিলেন, যুক্তরাষ্ট্রই পারমাণবিক চুক্তি জেসিপিওএ (জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অভ অ্যাকশন) থেকে সরে গেছে। এখন এর প্রতিকারের দায়িত্ব তাদেরই, আর তা না হলে আলোচনায় বসার কোনও সুযোগ নেই।
কম সময়ের মধ্যেই খামেনীকে জবাব দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিবিএস টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন সাফ বলে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলে তেহরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব না।
২০১৫ সালে সই হওয়া জেসিপিওএ (জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অভ অ্যাকশন) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, ২০১৮ সালে। তারপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন তেহরানের ওপর।
-কেএল