আওয়ার ইসলাম: ফিলিপাইনের ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির সিসমোলজি সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশে এই ভূকম্পনের ঘটনা ঘটে।
আজ রোববারের (৭ ফেব্রুয়ারি) এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও আফটার শকের আশঙ্কা করা হচ্ছে।
জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এর আগে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং গভীরতা ১০ কিলোমিটার।
পরে ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকোনোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, তারা ভূমিকম্পটির গভীরতা ১৫ কিলোমিটার শনাক্ত করেছে এবং এটি ছিল টেকটোনিক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত। নিয়মিতই দেশটিতে ভূমিকম্প দেখা দেয়।
-এটি