আওয়ার ইসলাম: বাের্ডের কার্যধারাকে বেগবান করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের ৫ম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬ ফেব্রুয়ারি) শনিবার রাজধানীর দারুল উলুম বনশ্রী মাদরাসায় সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বোর্ডটির চেয়ারম্যান ও জামিয়া ইকরা বাংলাদেশ এর মুহতামিম আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। সঞ্চালনা করেছেন বোর্ডটির মহাসচিব ও আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন, দারুল উলুম বনশ্রী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মাসরুর হাসান প্রমুখ। অনুষ্ঠানে সারাদেশের প্রায় ২৫০ টি মাদরাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এছাড়া মাদরাসার নাযিমে তালিমাতগণও উপস্থিত ছিলেন।
এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের প্রোগ্রামের কথা জানিয়েছে বোর্ডটি। সেখানে বলা হয়েছিলো, ‘জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবাের্ড (বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ) আপনাদের সুচিন্তিত পরামর্শ ও আন্তরিক সহযােগিতায় সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে এবং উত্তরােত্তর উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে চলছে।’
জানা গেছে, বোর্ডটির একটি স্থায়ী জায়গা নিয়ে আজ আলোচনা হয়। এতে অনুষ্ঠান চলাকালিন তিনজন ব্যক্তি বোর্ডের জায়গা ক্রয় বাবদ এক লাখ করে তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা করেন।
এমডব্লিউ/