ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।
জর্ডানে ভারী বর্ষণের ফলে প্রচন্ড বন্যা সৃষ্টি হয়,ফলে বেশ কিছু গ্রামের অদিবাসীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷ এবং প্রচন্ড স্রোতের ধাক্কায় অন্তত ৪জন মারা যায়৷
গতকাল (শুক্রবার, ৫ ফেব্রুয়ারি) জর্ডানের গণমাধ্যম জানায়, রাজ্যের উত্তর-পূর্বে মাফরাক আল-রুওয়েশ অঞ্চলে মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় চারজন মারা যায়। এ ছাড়াও সেখানকার অধিবাসীরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখিণ হয়৷
জর্ডানের ওয়েবসাইট অনুসারে, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলি বন্যায় ভেসে যাওয়ার পরে নিখোঁজ হওয়া তিনটি লাশের সন্ধান পায়। এদিকে অঞ্চলগুলিতে লাশ অনুসন্ধান করতে গিয়ে গাড়ি উল্টে আরেকজন নিহত হয়৷ সূত্র: আল ওয়াতন নেট
-এটি