কাউসার লাবীব।।
জনপ্রিয় ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ করোনা আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে স্থানান্তর করে ঢাকার অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর শারীরিক অবস্থা বেশ অস্থিতিশীল। পরিস্থিতি কিছুটা অবনতি হলে তাঁকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপনাদের নিকট শায়খের জন্য দোয়ার আরজি পেশ করছি।’
এর আগে গতকাল তার পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি বিরামহীনভাবে কাজ করেছেন। গতকাল তিনি নাটোরে পূর্বনির্ধারিত একটি মাহফিলে আলোচনা করেন। মাহফিল চলাকালে তিনি অসুস্থতা বোধ করেন। নাটোর থেকে ফেরার পথে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩টায় তাকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।’
পেজে আরো বলা হয়, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার শরীর থেকে কোভিড-১৯ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।’