আওয়ার ইসলাম: সাভার জামিয়া সিদ্দিকিয়া যাদুরচর মাদরাসা থেকে সম্মাননা পেয়েছেন দেশের ১০ আলেম লেখক।
গতকাল (৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার জামিয়া সিদ্দিকিয়া যাদুরচর মাদ্রাসার বার্ষিক বক্তৃতা সেমিনার অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।
লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে সম্মাননা পেয়েছেন ১০ আলেম লেখক। তারা হলেন- নিউজ টোয়েন্টিফোরের ইসলাম উপস্থাপক লেখক মাওলানা সেলিম হোসাইন আজাদী, থ্রিলার লেখক ও অনলাইন এক্টিভিস্ট সাইমুম সাদী, ঢাকা টাইমসের বার্তা সম্পাদক বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারন সম্পাদক, ছড়াকার মুনীরুল ইসলাম, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক আলী হাসান তৈয়ব, লেখক ও অনুবাদক মহিউদ্দিন কাসেমী, মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক এহসানুল হক, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল ও লিটলম্যাগ প্রয়াস'র সম্পাদক হাসান আল মাহমুদ।
তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইত্তিহাদুল উলামা সাভারের সভাপতি ও রাজাসন দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হজরত মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, ইত্তিহাদুল উলামা সাভারের মহাসচিব ও জামিয়া সিদ্দিকিয়া যাদুরচর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নোমান কাসেমীসহ সাভারের নেতৃত্ব প্রধান প্রমুখ আলেম।
যাদুরচর মাদ্রাসার ছাত্র সংসদ 'আমরা এক কাফেলা'র উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম হজরত মাওলানা হাফেজ আলী আকবর কাসেমীর সভাপতিত্বে ও আমরা এক কাফেলার সভাপতি শিক্ষক মুফতি আব্দুল্লাহ ফিরোজীর পরিচালনায় দিনভর হিফজুল কুরআন, হিফজুল হাদিস, হামদ-নাত, মুনাজারা-বিতর্ক, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ও মাদ্রাসার সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনাকারীদের পুরস্কৃত করা হয়।
-এটি