আওয়ার ইসলাম: করোনা মোকাবিলায় ভ্যাকসিন সরবরাহ করে ফিলিস্তিনের জনগণের পাশে থাকতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যদিও, এরইমধ্যে রাশিয়া থেকে ১০ হাজার ডোজ 'স্পুটনিক ফাইভ' ভ্যাকসিন এসে পৌঁছেছে ফিলিস্তিনে। এছাড়া, রাশিয়ার তৈরি ভ্যাকসিনের প্রথম চালান গেছে ইরানেও।
চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে নিজেদের তৈরি ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ার পর, যুক্তরাষ্ট্রে এটি অনুমোদনে মার্কিন ওষুধ প্রশাসনের প্রতি আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলে এটিই হবে বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটির চূড়ান্ত পরীক্ষায় ৭২ শতাংশ কার্যকর বলে দাবি করেছে জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ।
এর মধ্যেই, করোনা মোকাবিলায় ফিলিস্তিনকে ভ্যাকসিন দিয়ে সহায়তা করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীদের জন্য ইসরাইল এরইমধ্যে মডার্নার তৈরি ৫ হাজার ভ্যাকসিন সরবরাহ করলেও, ভ্যাকসিন সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব বলেন আন্তোনিও গুতেরেস বলেন, 'ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরাইল সহায়তা বাড়াতে আমাদের বিশেষ সমন্বয়ক দুই পক্ষের মধ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ইসরাইল সরকারের প্রতি আমার অনুরোধ তারা যেন আন্তর্জাতিক আইন মেনেই ফিলিস্তিন জনগণের জন্য ভ্যাকসিন সরবরাহে আরও উদার হয়।'
এদিকে, ফিলিস্তিনজুড়ে গণহারে টিকাদান কর্মসূচি শুরুর লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম তীরে এসে পৌঁছেছে রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ১০ হাজার ডোজের প্রথম চালান।
এছাড়াও, রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছেছে ইরানেও। বৃহস্পতিবার তেহরানের খোমেইনি আন্তার্জাতিক বিমানবন্দরে প্রথম চালানের ৫ লাখ ডোজ টিকা এসে পৌঁছায়। রাশিয়ার কাছে এরইমধ্যে ৫০ লাখ ডোজ টিকার অর্ডার দিয়েছে রেখেছে ইরান।
-এটি