কাজী আব্দুল্লাহ ।।
সৌদি আরব কোরোনাভাইরাস মহামারি হ্রাস করার লক্ষ্যে কমপক্ষে ৩০ দিনের জন্য সামাজিক জমায়েত নিষিদ্ধ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মতে, বৃহস্পতিবার রাতে কার্যকর হতে যাওয়া এই বিধিনিষেধ সামনে আরও বাড়তে পারে।
গতকাল বৃহস্পতিবার সৌদি প্রেস সংস্থা মন্ত্রনালয়ের বিবৃতি উদ্ধৃত করে বলেছে, "নতুন বিধিনিষিধের অংশ হিসাবে ভোজন এবং বিবাহের হলগুলিতে বা হোটেলগুলিতে অনুষ্ঠিত বিবাহ-অনুষ্ঠান, কর্পোরেট সভা এবং এর মতো সমস্ত অনুষ্ঠান ৩০ দিনের জন্য স্থগিত করা হবে।"
রাষ্ট্র পরিচালিত সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সিনেমা, থিয়েটার,বিনোদন কেন্দ্র এবং রেস্তোঁরা, শপিংমল, জিম এবং ক্রীড়া কেন্দ্রগুলি কমপক্ষে ১০ দিনের জন্য বন্ধ থাকবে, যদিও এই নিষেধাজ্ঞা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, জনসমাগম হ্রাস করতে জানাজার নামাজ ও দাফন দিনের নির্দিষ্ট এক সময়ে না করে বিভিন্ন সময়ে আদায় করতে হবে, পাশাপাশি প্রতিটি সমাবেশে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি কর্তৃপক্ষ এক গণটিকা কর্মসূচি শুরু করেছে। বুধবার অবধি সৌদিতে ৩,৬৮,৯৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে মৃতের সংখ্যা ৬,৩৮৬ জন ছাড়িয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
-এটি