আওয়ার ইসলাম: ইয়েমেনে সৌদি জোটের অভিযানের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে দেশটিতে চলমান গৃহযুদ্ধ বন্ধ করার বিষয়ে আরো সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারেও প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে গৃহযুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অধিক তৎপরতা চালানোর পরিকল্পনার কথাও প্রকাশ করা হয়।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাইডেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বলেন, এই যুদ্ধ একই সঙ্গে মানবিক ও কৌশলগত বিপর্যয় সৃষ্টি করেছে। এই যুদ্ধ অবিলম্বে শেষ হওয়া দরকার।
এ সময় বাইডেন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে টিমোথি লেন্ডার্কিংয়ের নাম ঘোষণা করেন।
-কেএল